বাগেরহাটের মংলায় খোকা তালুকদার (৪৭) নামে এক ঠিকাদারকে মোটরসাইকেল চাপা দিয়ে হত্যা করা হয়েছে বলে তার পরিবার অভিযোগ করেছে। তবে পুলিশ এটিকে দুর্ঘটনা হিসেবে বর্ণনা করেছে। আজ শুক্রবার দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদনে্তর জন্য বাগেরহাট সদর হাসাপাতালে মর্গে পাঠিয়েছে। খোকা তালুকদার মংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের দিগরাজ গ্রামের হাসেম তালুকদারের ছেলে ছিলেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১২টার দিকে মংলা বন্দর সংলগ্ন ইপিজেড এলাকায় একটি মোটরসাইকেল দুর্ঘটার শিকার হয়। এতে মোটরসইকেলে থাকা খোকা তালুকদার, তপন ঘোষ ও নাজমুল নামে তিন আরহী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাত্ক্ষণিক তাদের উদ্ধার করে নিকটস্থ একটি ক্লিনিকে ভর্তি করে। এদের মধ্যে খোকা তালুকদার মারা যান। অপর দু'জনকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের মেয়ে শিউলি বেগমের অভিযোগ করে বলেন, 'বাবাকে বাড়ি থেকে ডেকে নিয়ে মোটরসাইকেল চাপা দিয়ে হত্যা করা হয়েছে। তিনি আরো বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় তপন নামে এক ব্যক্তি কথা আছে বলে তার বাবাকে বাড়ি থেকে ডেকে মোটরসাইকেলে করে নিয়ে যায়। এর পর বাড়ি ফিরে না আসায় রাত প্রায় ১২টার দিকে তার বাবা খোকা তালুকদারকে ফোন দেন তিনি। তখন বাবা ফোন রিসিভ করে 'খুব সমস্যার ভিতর আছি, আর ফোন দিওনা' বলে ফোন কেটে দেন।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার জানান, নিহত খোকা তালুকদার সড়ক দুর্ঘটনায় মারা যান বলে আমরা শুনেছি। পুলিশ দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটিও উদ্ধার করেছে। নিহতের শরীরে কয়েকটি গুরুতর আঘাত আছে। মৃতদেহ দেখে মনে হচ্ছে, নিহতের ডান হাত ও পা ভেঙে গেছে। কপালে অমসৃণ কাটার দাগ আছে। প্রাথমিকভাবে এটি একটি সড়ক দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। তবে আমরা পরিবারের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দেখছি।
বিডি-প্রতিদিন/২৭ নভেম্বর ২০১৫/শরীফ