সিরাজগঞ্জের তাড়াশে রজব আলী (৭০) নামের এক বৃদ্ধকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার মঞ্জিল পাগলার বটতলা এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহত রজব আলী উপজেলার তালম ইউনিয়নের শাহীপাড়ার মৃত বাহার উদ্দিনের ছেলে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, মঞ্জিল পাগলার বটতলায় কাঁচা রাস্তার উপর গলায় রশি পেঁচানো অবস্থায় ওই বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে সংবাদ দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর ওই বৃদ্ধকে রাস্তার উপর ফেলে রেখে পালিয়ে গেছে দুর্বত্তরা।
বিডি-প্রতিদিন/২৭ নভেম্বর, ২০১৫/মাহবুব