নাটোরে প্রতিপক্ষের হামলায় আসন্ন পৌর নির্বাচনে ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রেদওয়ান সাব্বিরসহ দুই যুবলীগকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ অপর যুবলীগকর্মীর নাম সোহাগ হোসেন।
শুক্রবার শহরের মল্লিকহাটি এলাকায় মোটর সাইকেল নিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষরা তাদের লক্ষ্য করে গুলি করে। আহত দুইজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে শহরের কানাইখালী এলাকার মৃত সোনা মিয়ার ছেলে পৌর যুবলীগ কর্মী ও ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রেদওয়ান সাব্বির ও মল্লিকহাটি এলাকার মৃত হজরত আলীর ছেলে সোহাগ মোটরসাইকেলে মল্লিকহাটি থেকে তেবাড়িয়া এলাকায় যাচ্ছিলেন। পথে মল্লিকহাটি চৌধুরী বাগান এলাকায় প্রতিপক্ষরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে তারা দু’জনই গুলিবিদ্ধ হন।
খবর পেয়ে নাটোর সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহতদের জবানবন্দি গ্রহণ করেন।
হাসপাতালে চিকিৎসাধীন সাব্বির ও সোহাগ জানান, মল্লিকহাটি এলাকার সেন্টু, রিপন, সামাদ সহ ৭/৮ জন তাদের লক্ষ্য করে গুলি করে।
বিডি-প্রতিদিন/ ২৭ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন