নোয়াখালী সদর উপজেলার শিবপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন-ইব্রাহিম মিয়া (৫৫) ও তার ভাতিজা আলাউদ্দিন(১৮)। এ ঘটনায় চারজনকে আটক করে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়ান্নই ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে ইব্রাহিম ও সিরাজের সঙ্গে তাদের সৎভাই হারুন, সুমন ও কালার বিরোধ চলে আসছে।
আজ শুক্রবার জুম্মার নামাজের পর প্রতিপক্ষের লোকজন ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে ইব্রাহিম ও সিরাজের বাড়িতে ঢুকে তাদের উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় ইব্রাহিম ও তার ভাতিজা আলাউদ্দিনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
খবর পেয়ে জেলা পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ হাসপাতালে আহতদেরকে দেখতে যান।
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, ঘটনার সাথে জড়িত চারজনকে আটক করা হয়েছে। এ ব্যপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৭ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন