রংপুরের পীরগঞ্জ থেকে আপহরণের ৭ দিন পর মাহিদুল ইসলাম (২১) নামের এক যুবককে হাত-পা বাধা এবং অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে ময়মনসিংহের ভালুকা মডেল থানা পুলিশ।
অপহৃত মাহিদুল রংপুর জেলার পীরগঞ্জ থানার বাশপুকুরিয়া গ্রামের আশরাফুল আলমের ছেলে।
মাহিদুল জানান, ২০ নভেম্বর সে লোকজন নিয়ে তার এলাকায় অবৈধ জুয়া খেলা বন্ধ করতে গেলে জুয়ারীর দলের সাথে সংর্ঘষ বাধে। এ সময় জুয়ারী ইমদাদুল ,শামছুল, তাজুল ও মাহফুজার তাকে মারধর করে অপহরণ করে দিনাজপুর হিলিতে নিয়ে ৫ লাখ মুক্তিপণ দাবি করে এবং মারধর করে। মুক্তিপণের টাকা দিতে ব্যর্থ হলে তাকে অজ্ঞান করে গাড়ীতে তুলে ভোরে ওই স্থানে ফেলে রেখে যায়। টের পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ তাকে উদ্ধার করে ভালুকা হাসপতালে ভর্তি করে।
ভালুকা মডেল থানার ওসি মামুনুর রশিদ জানান, রংপুরের পীরগঞ্জ থানায় অপহরণের মামলা থাকায় পীরগঞ্জ থানা পুলিশ যুবকে তাদের হেফাজতে রাখতে বলেছে।
বিডি-প্রতিদিন/২৭ নভেম্বর, ২০১৫/মাহবুব