কুমিল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।
আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের ব্রাদার রঞ্জিত কুমার বলেন, দুর্ঘটনায় নিহত দুই জনের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রয়েছে। তাদের বয়স আনুমানিক ৩০ বছর।
তিনি আরও বলেন, আহত অবস্থায় এক নারীকে হাসপাতালে আনা হয়েছিল। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৭ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন