হবিগঞ্জের মাধবপুরে ইসমাঈল হোসেন (৩০) নামের এক মাদক ব্যবসায়ী ছেলেকে ফেনসিডিলসহ পুলিশের হাতে তুলে দিলেন তার পিতা।
শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলার চৌমুহনী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল মন্নাফ তার ছেলেকে ৮ বোতল ভারতীয় ফেনসিডিলসহ কাশিমনগর পুলিশ ফাঁড়ির সদস্যদের হাতে তুলে দেন।
আব্দুল মন্নাফ জানায়, তার ছেলে ইসমাঈল হোসেন মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়লে তাকে এ ব্যবসা এবং মাদক সেবন থেকে নিবৃত করতে বিভিন্নভাবে চেষ্টা চালায়। কিন্তু কিছুতেই সে এই রাস্তা থেকে সরে না আসায় বাধ্য হয়ে তিনি নিজেই ফেনসিলসহ তাকে আটক করে পুলিশে দিয়েছেন।
এ ব্যাপারে কাশিমনগর পুলিশ ফাঁড়ি’র ইনর্চাজ এস.আই মহসিন কবির জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৭ নভেম্বর, ২০১৫/মাহবুব