চাঁদপুর সদর উপজেলার রামপুর থেকে দেড় কেজি গাঁজাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার বিকেল ৫টায় রামপুর বদরখোলা বাজার থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন জেলার হাজীগঞ্জ উপজেলার সফিক গাজীর ছেলে শাহাদাত হোসেন (১৮), একই এলাকার মজিদের ছেলে মো. সোহেল (১৮), মতিন শেখের ছেলে মো. কাউছার হোসেন (১৯)।
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, গ্রেফতারি পরোয়ানা নিয়ে এক আসামি ধরতে ওই এলাকায় যাওয়ার পরে স্থানীদের দেওয়া সংবাদের ভিত্তিতে তাদের গাঁজাসহ আটক করা হয়।
বিডি-প্রতিদিন/ ২৭ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন