ঝিনাইদহের ৬টি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ বিএনপি-জামায়াতের ৬ কর্মীসহ বিভিন্ন মামলায় ৪৪ জনকে আটক করেছে। শুক্রবার গভীর রাত থেকে আজ শনিবার ভোর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
আটকদের মধ্যে রয়েছে ঝিনাইদহ সদরে ১২ জন, হরিণাকুণ্ডু ২ জন, শৈলকুপা ১০ জন, কালীগঞ্জ ৮ জন, কোটচাঁদপুর ২ জন ও মহেশপুর উপজেলায় ১০ জন।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহর আলী শেখ জানান, নাশকতা আশঙ্কায় ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৪৪ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৬ জন বিএনপি-জামায়াত কর্মী রয়েছে। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/ ২৮ নভেম্বর, ২০১৫/ রশিদা