কিশোরগঞ্জের কটিয়াদীতে কয়েকজন মাদকাসক্ত জজ মিয়া নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নেশার টাকা না পেয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ।
শনিবার দুপুর ১২টার দিকে কটিয়াদী উপজেলার ধূলদিয়া বাজারের কাছে ঘটনাটি ঘটে।
নিহত জজ মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলি গ্রামের সুন্দর আলীর ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার বেলা ১২টার দিকে ধূলদিয়া বাজারে স্থানীয় ধূলদিয়া গ্রামের রবি মিয়ার ছেলে মাদকাসক্ত ওমর আলী ও তার কতিপয় সহযোগী জজ মিয়ার কাছে নেশার টাকা দাবি করে। তিনি টাকা না দেওয়ায় তারা চলে যায়। এর কিছুক্ষণ পর জজ মিয়া বাড়ি ফেরার পথে পাশের মাইপুকুর পাড় এলাকায় ওমর আলী ও তার সহযোগীরা জজ মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এক পর্যায়ে প্রাণে বাঁচার জন্য তিনি পুকুরে ঝাপ দেন। কিন্তু পানিতে নেমেও তারা এলোপাতারিভাবে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে কটিয়াদী থানার পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
বিডি-প্রতিদিন/২৮ নভেম্বর, ২০১৫/মাহবুব