নাটোরের বড়াইগ্রাম পৌর শহরের লক্ষীকোল শাপলা সিনেমা হলের পাশে পৃথিবী তুলা মিল নামে একটি প্রতিষ্ঠানে আজ দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার দুপুর দেড়টার দিকে লক্ষীকোলের আফসার আলীর পৃথিবী তুলা মিলে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে গুরুদাসপুর ফায়ার সার্ভিসের একদল সদস্য ঘটনাস্থলে দীর্ঘ আড়াই ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হন। এ ঘটনায় তুলা মিলের তুলা ও মেশিনসহ কমপক্ষে চার লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে মিল মালিক দাবি করেছেন।
বিডি-প্রতিদিন/ ২৮ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন