সংসদ নির্বাচনের ন্যায় আসন্ন পৌর নির্বাচনে অংশ না নিলে বিএনপিকে কাঁদতে হবে এবং বড় মাশুল গুণতে হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
শনিবার দুপুরে মতলব উত্তর উপজেলার মোহনপুরে ২৬ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মা’দের ”মা সমাবেশ“ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ আগে মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
মন্ত্রী বলেন, বিএনপি জামায়াত এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে এখনও মেনে নেয়নি। যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকর হওয়ায় দেশবাসী খুশি হলেও বিএনপি নেত্রী এখন মুখে কুলুপ এটেছে। তাই আসন্ন পৌর নির্বাচন বানচাল করার জন্য বিএনপি নানা অপকৌশলসহ নীল নকশা চালছে। আর এরই ধারাবাহিকতায় পৌর নির্বাচন পেছানোর দাবি তোলা হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবদুস সবুর মন্ডল, পুলিশ সুপার শামসুন্নাহার, উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম, জেলা প্রথামিক শিক্ষা অফিসার আক্তার হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/২৮ নভেম্বর, ২০১৫/মাহবুব