চট্টগ্রামে অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার দুপুরে জেলার চন্দনাইশ থানার বাইনগিরি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
চন্দনাইশ থানার ওসি আবুল কাশেম ভুঁইয়া বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বাইনগিরি খাল থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। লাশ দেখে মনে হচ্ছে- সপ্তাহখানেক আগে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। লাশটি অর্ধগলিত হয়ে যাওয়ায় শরীরে কোনো আঘাতের চিহ্ন বা অন্য কোনো শনাক্তকরণ চিহ্নও পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/ ২৮ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন