দিনাজপুর শহরে মো আব্দুর রহিম (২৮) নামে পলিটেকনিক কলেজের এক কম্পিউটার অপারেটরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আহত অবস্থায় মো. শুভ (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে শহরের নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ডে আ. রাজ্জাকের মেসে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা গ্রামের মো. গিয়াস উদ্দীনের পুত্র। তিনি দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউটের কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
আটক শুভ ওই পলিটেকনিক ইন্সটিটিউটের কম্পিউটার সাইন্সের ২য় বর্ষের ছাত্র এবং পাবনা জেলার সদরের দোহার পাড়ার বাবুল শেখের পুত্র।
কোতয়ালী থানার ওসি একেএম খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক শুভ শহরের নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় রাজ্জাকের মেসে ভাড়া থাকে। মঙ্গলবার রাত ৮টার দিকে একই পলিটেকনিক ইন্সটিটিউটের কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারী মো. আব্দুর রহিম অজ্ঞাত কারণে সেখানে গেলে উভয়ের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে শুভ তাকে ছুরিকাঘাত করে। এতে উভয়ে আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহিমকে মৃত ঘোষণা করে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আর্থিক লেনদেন অথবা মেয়েঘটিত কোন কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। আমরা হত্যাকাণ্ডের মুল রহস্য উদঘাটনে অভিযান শুরু করেছি।
বিডি-প্রতিদিন/০২ ডিসেম্বর, ২০১৫/মাহবুব