যশোরের আটটি উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ৫০ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
যশোর জেলা পুলিশের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত পুলিশ সদস্য মিজানুর রহমান বলেন, গ্রেফতার হওয়ারা ব্যক্তিরা নাশকতাসহ বিভিন্ন নিয়মিত মামলা এবং আদালতের গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামি। তাদের বুধবার দুপুরে যশোর আদালতে পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/০২ ডিসেম্বর, ২০১৫/মাহবুব