নওগাঁর রানীনগর উপজেলার আবাদপুকুর-রানীনগর সড়কে রঞ্জনিয়ার মোড়ে ভটভটি উল্টে ফিরোজ হোসেন (৩৮) নামে চালকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ফিরোজ উপজেলার বরগাছা গ্রামের মৃত আফছার আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সকালে বরগাছা থেকে ভটভটি করে মাছ নিয়ে রানীনগর বাজারে আসার পথে রঞ্জনিয়ার মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক ফিরোজ মারা যান।
রানীনগর থানার ওসি আব্দুল লতিফ খান জানান, ঘটনার পর ফিরোজের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রানীনগর থানায় মামলা দায়ের হয়েছে।
বিডি-প্রতিদিন/২ ডিসেম্বর ২০১৫/শরীফ