কুমিল্লার তিতাসে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার দাসকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ শিমু আক্তার (২১) দাসকান্দি গ্রামের হাসান মিয়ার স্ত্রী ও একই উপজেলার নাগেরচর গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। এ ঘটনায় আজ বুধবার স্বামী হাসান মিয়াকে আটক করেছে পুলিশ।
তিতাস থানার এসআই হুমায়ুন কবির জানান, শিমু আক্তারকে বুধবার সকালে দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। দুপুরে লাশ উদ্ধার করে কুমিল্লা মর্গে প্রেরণ করা হয়েছে।
ডাক্তারের বরাত দিয়ে এসআই হুমায়ুন কবির আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিমু আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
এদিকে, তিতাস থানা পুলিশ উক্ত হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বামী হাসান মিয়াকে আটক করেছে। নিহত গৃহবধূ শিমু আক্তারের দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে। প্রায় তিন বছর পূর্বে হাসান মিয়ার সঙ্গে শিমু আক্তারের বিয়ে হয়।
নিহতের মা লাইলি বেগম অভিযোগ করে বলেন, যৌতুকের জন্য শিমু আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২ ডিসেম্বর ২০১৫/শরীফ