নাটোরের তেবাড়িয়া রেল ক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবক (২৮) নিহত হয়েছেন।
বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অজ্ঞাত ওই যুবক শহরের তেবাড়িয়া রেল ক্রসিং পার হয়ে রেল লাইন ধরে হেঁটে স্টেশনের দিকে যাচ্ছিলেন। ওই মুহূর্তে ঢাকা থেকে রংপুরগামী আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করছিল। এ সময় ট্রেনের ধাক্কায় ওই যুবক ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নাটোর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী এ ঘটনা জানান।
বিডি-প্রতিদিন/ ০২ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন