আসন্ন পৌর-নির্বাচনে মৌলভীবাজার জেলার ৪ পৌরসভার মেয়র পদে আ্ওয়ামী লীগ, বিএনপি এবং জাপা দলীয়ভাবে প্রার্থী মনোনয়ন সম্পন্ন করেছে। মনোয়নকৃত মেয়র প্রার্থীরা সংশ্লিষ্ট রিটার্নিং আফিসে তাদের মনোনয়নপত্র জমা দেয়ার প্রস্তুতি সম্পন্ন করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানে গেছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় সিলেকশন বোর্ড মৌলভীবাজার পৌরসভাতে মেয়র পদে জেলা যুবলীগ সভাফতি ফজলুর রহমান, বড়লেখাতে সাবেক ছাত্রনেতা কামরান আহমদ, কুলাউড়াতে বিশিষ্ট ব্যবসায়ী আবু শফি মোহাম্মদ ইউনুছ মহালদার এবং কমলগঞ্জ সাবেক ছাত্রনেতা জুয়েল আহমদকে মনোনয়ন দিয়েছে। অন্যদিকে বিএনপি মৌলভীবাজার পৌরসভাতে মেয়র পদে বর্তমান কাউন্সিলর অলিউর রহমান, কমলগঞ্জে বর্তমান মেয়র আবু ইব্রাহীম জমসেদ, কুলাউড়াতে বর্তমান মেয়র কামাল আহমেদ জুনেদ এবং বড়লেখাতে মেয়র পদে আনোয়ার’ল ইসলামকে মনোনয়ন দিয়েছে। অন্যদিকে জাতীয় পার্টির পক্ষে চারটি পৌরসভার মধ্যে বড়লেখাতে মীর মোহাম্মাদ মুজিবুর রহমান, কুলাউড়াতে মুহিবুর রহমান লাল মাস্টার ও কমলগঞ্জে রফিকুল আলমকে মেয়র পদে মনোনয়ন পেয়েছেন।
বিডি-প্রতিদিন/২ ডিসেম্বর ২০১৫/শরীফ