মত্স্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি বলেছেন, বাগেরহাট প্রেসক্লাবের প্রথিকৃত সাংবাদিকদের রেখে যাওয়া আদর্শ অনুস্মরণ করে বর্তমান সাংবাদ কর্মীদের এগিয়ে যেতে হবে। নিজে সত্ থেকে এই জনপদের তৃণমূলের সমস্য ও সম্ভবনা সংবাদপত্রে তুলে ধরতে হবে। তবেই বাগেরহাটের প্রথিকৃত সাংবাদিকদের প্রকৃত অর্থেই স্মরণ করা যথার্থ হবে। নিজে একজন সাংবাদিক হিসেবে তিনি বাগেরহাটের প্রথিকৃত সাংবাদিকদের রেখে যাওয়া আদর্শ অনুস্মরণের প্রচেষ্টা অব্যাহত রেখে এই জনপদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
আজ বুধবার বিকালে বাগেরহাট প্রেসক্লাব তাদের ১০ জন প্রথিকৃক সাংবাদিক ও সম্মানসূচক আজীবন প্রায়ত সদস্যদের স্মরনে কোরআনখানী, দোয়া মাহফিল শেষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তবে এসব কথা বলেন তিনি। বাগেরহাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সদর আসনের এমপি মীর বাদশা আরো বলেন, ‘প্রয়াত সাংবাদিকসহ বাগেরহাট প্রেসক্লাব ও সাংবাদিকদের সমস্যা সমাধানে সার্বিক সহযোগীতা অব্যহত থাকবে।
স্মরণসভায় প্রায়ত পৃথিকৃত সাংবাদিক শাহবুদ্দিন আহমেদ, এসএম মাহেরুদ্দীন, ডা. মো. মুজিবর রহমান, অধ্যক্ষ মীর জুলফিকার আলী লুলু, আব্দুল বারি উজারাদার, শেখ আমজাদ আলী গোরাই মিয়া, রফিকুল ইসলাম খোকন, শেখ নজিবর রহমান, সম্মানসূচক আজীবন সদস্য আসম মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ আনোয়ারুল ইকবালের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করা হয়।
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট মো. শাহ আলম টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি অধ্যাপক এবিএম মোশাররফ হুসাইন, মো. দেলোয়ার হোসেন, শেখ আহসানুল করিম, শেখ হেমায়েত হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মাহফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, আহাদ উদ্দিন হায়দার, আলী আকবর টুটুল, সাংবাদিক আজাদুল হক প্রমুখ
বিডি-প্রতিদিন/২ ডিসেম্বর ২০১৫/শরীফ