বগুড়ার শেরপুর উপজেলায় মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে পিকআপের হেলপার ওসমান গনির (৩২) মৃত্যু হয়েছে। তিনি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার হাটশেউলী কানুপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে ছিলেন।
শেরপুর থানার সহকারী উপ-পরিদর্শক পুতুল মোহন্ত জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি পিকআপ ভ্যান উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা এলাকায় পৌঁছলে অপর একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হেলপার ওসমান গনি মারা যান।
বিডি-প্রতিদিন/২ ডিসেম্বর ২০১৫/শরীফ