ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা বাজারে আজ বুধবার দুপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় ১জন নিহত ও ২ আলমসাধূ আরোহী গুরতর আহত হয়েছেন।
আহতরা হলেন, সদর উপজেলার বৈডাঙ্গা গ্রামের ইসলাম খাঁর ছেলে রিপন হোসেন(২২), নুর মোহাম্মদের ছেলে গোলজার হোসেন (২৮) ও আলমসাধুর চালক ইশারত আলী ছেলে আশা মিয়া (২৫)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী জননী কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান যার নং ঢাকা মেট্রো উ-১৪০৯৯৭ বৈডাঙ্গা বাজারে আলমসাধূকে ধাক্কাদিলে এই দুর্ঘটনা ঘটে। এসময় আলমসাধুতে থাকা তিন যাত্রী রাস্তার উপরে ছিটকে পড়ে মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপতালে ভর্তি করে। এর মধ্যে রিপনের অবস্থা আশংকা জনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে চিকিৎসারত অবস্থায় সন্ধ্যা ৭টায় মারা যায়।
বিডি-প্রতিদিন/ ০২ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন