ফেনীতে হিজবুত তাওহীদের কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। আজ বুধবার দুপুরে ফেনী জজ কোর্টের (আমলী আদালত-১) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমানের খাঁনের আাাদালতে তোলা হলে বিচারক তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
গত মঙ্গলবার রাতে শহরে একটি রেস্টুরেন্ট থেকে 'দৈনিক বজ্রশক্তি' নামের একটি পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি পালনের সময় পুলিশ ওই ৯ জনকে আটক করে। এসময় হিজবুত তাওহীদের কেন্দ্রীয় নেতা ও পত্রিকার নির্বাহী সম্পাদক শফিকুল আলম, সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় আমীর সাইফুল ইসলাম ও ফেনী জেলা আমির দিল আফরোজ, আবদুর নূর তুষারসহ ৯ জনকে আটক করা হয়।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. শাহীনুজ্জমান জানান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/২ ডিসেম্বর ২০১৫/শরীফ