ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার গোবিন্দপুর গ্রাম থেকে তিনটি ককটেল ও ছয় রাউন্ড গুলিসহ আব্দুল আলিম (৩৭) নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।
আটক আব্দুল আলিম ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবীর চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশের একটি দল গোবিন্দপুরে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামের রাস্তা থেকে তাকে আটক করা হয়।
পরে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে তিনটি ককটেল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি হত্যা মামলার পলাতক আসামি।
বিডি-প্রতিদিন/ ০২ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন