কক্সবাজারের উখিয়া উপজেলা প্রশাসন ও রামু মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আজ বুধবার বিকাল ৩টায় মাদকসহ ২ ব্যক্তিকে আটক করেছে। গ্রেফতার হওয়াদের নাম খোরশেদ আলম ও হামিদুল হক। তাদেরকে গাঁজা ও ইয়াবাসহ আটক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈন উদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হবে।
বিডি-প্রতিদিন/২ ডিসেম্বর ২০১৫/শরীফ