সিরাজগঞ্জের শাহজাদপুরে র্যাব-১২ সদস্যরা ২শ পিচ ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে।
আজ বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, শাহজাদপুর উপজেলার চরছিতুলিয়া মন্ডলপাড়া গ্রামের ফিরোজ মন্ডলের ছেলে সোহেল মন্ডল (২৪) ও পাবনার সাথিয়া উপজেলার হাড়িয়া পূর্বপাড়া ইসকান মোল্লার ছেলে রুবেল হোসেন (২১)।
র্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের ডিএডি মোঃ ইউনুছ আলী রাত ৮টার দিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর উপজেলার বাঘা বাড়ি ব্রিজের দক্ষিনে ১৫০ গজ রাস্তার পূর্ব দিকে তামিম সাউন্ড সিস্টেম ইলেকট্রনিক্স দোকানের সামনে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের এর আনুমানিক মূল্য ১,০০,০০০/- টাকা।
এব্যাপারে শাহজাদপুর থানায় মামলা দায়ের হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০২ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন