কক্সবাজারের টেকনাফে বিদেশি মদ ও বিয়ারসহ এক যুবককে আটক করেছে কোস্টর্গাড। মঙ্গলবার রাতে কোস্টর্গাড টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার জুলহাজ ফয়সালের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদে টেকনাফ সদর ইউনিয়নের রবইতলী নাফনদীর সাইল্লাতলি এলাকায় অভিযান চালায়। তখন ৪৮০ ক্যান আন্ডামান গোল্ড বিয়ার, ১৪৪ বোতল গ্রান্ড মাস্টার মদ, ১০৮ বোতল গোল্ডেন ক্যান্ট্রি ড্রাই জিন মদ ও ১৯২ বোতল ক্যান্ট্রি চোলাই মদসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি হলেন টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার মো. আমিন শরীফের ছেলে মো. সেলিম (৩০)। উদ্ধার মদ বিয়ারের আনুমানিক মূল্য ৭ লাখ ১৪ হাজার টাকা বলে জানা যায়। আটক যুবককে থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া তার সহযোগী কয়েকজনকে পলাতক আসামী করে সংশ্লিষ্ট আইনে একটি মামলা হয়েছে।
২ ডিসেম্বর ২০১৫/শরীফ