রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পদ্মা নদীর তীর থেকে ৫৬০ গ্রাম হেরোইনসহ আজমত উল্লাহ (২৪) নামে এক যুবককে আটক করেছে বিজিবি-৩৭ ব্যাটেলিয়ন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রেলবাজার খেয়াঘাট এলাকায় তাকে আটক করা হয়।
আটক আজমত উল্লাহর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার চর আলাতুলি গ্রামে।
রাজশাহী বিজিবি-৩৭ ব্যাটেলিয়নের গোদাগাড়ী ক্যাম্পের নায়েক সুবেদার মীর নজরুল ইসলাম এ তথ্য জানান।
আটক আজমতের নামে থানায় মামলা করা হবে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ০২ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন