লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার দক্ষিণ কেরোয়া গ্রামে এক প্রবাসীর বাড়ি থেকে রুহুল আমিন রাহুল (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছেন থানা পুলিশ।
গতকাল বুধবার রাত সাড়ে ১০ টার দিকে ওই গ্রামের প্রবাসী মাহাবুব আলম রাজুর বসতঘর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। রাহুল দক্ষিণ কেরোয়া গ্রামের আবু ছায়েদের ছেলে। সে রায়পুর শহরের গাজী কপ্লেক্সের একটি দোকানে কাজ করত।
স্থানীয়রা জানান, প্রবাসী রাজুর বসতঘরের একটি কক্ষে ফ্যানের সাথে রাহুলের ঝুলন্ত মৃতদেহ দেখে পুলিশে জানানো হয়। খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে। এসময় প্রবাসীর স্ত্রী সামিলি বেগমকে ঘরে পাওয়া যায়নি।
তবে নিহত রাহুলের বাবা আবু ছায়েদের অভিযোগ, ‘তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। হাটু ভাঙা অবস্থায় কেউ আত্মহত্যা করতে পারে না।
রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে লাশটি লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদনের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৩ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন