ঝিনাইদহে সদর উপজেলা জামায়াতের রোকন সোলাইমান হোসেনসহ জামায়াতের ৪ কর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আকট করা হয়।
আটককৃতরা হলেন, ঝিনাইদহ সদর উপজেলার আড়মূখী গ্রামের মতিয়ার রহমানের ছেলে সোলাইমান হোসেন (৪৭), কোটচাঁদপুর উপজেলার ফুলবাড়ীয়া গ্রামের নূর বক্সের ছেলে আতিয়ার রহমান (৩৫), চাপালিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে গোলাম মোস্তফা (৪৫) শহিদুল ইসলামের ছেলে হাসান আলী (২৪)।
ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আজবাহার আলী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার আশঙ্কায় অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে আদালতে পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/ ০৩ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন