কক্সবাজারের টেকনাফে তালিকাভুক্ত দুই মানবপাচারকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হচ্ছেন, টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার মৃত মকবুল আহমদের ছেলে শাকের আহমদ (৪০) ও একই এলাকার শফিক আহমদের ছেলে জহির আহমদ (২৬) বলে জানাায়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার জানান, বৃহস্পতিবার ভোরে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গৌতমের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদে তাদের বসতবাড়িতে অভিযান চালিয়ে তালিকাভুক্ত দুই শীর্ষ মানবপাচারকারীকে আটক করে। তারা অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানবপাচারে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে মানব পাচারের একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশ অবশেষে তাদেরকে আটক করতে সক্ষম হয় বলে জানানা ওসি।
বিডি-প্রতিদিন/ ০৩ ডিসেম্বর, ২০১৫/ রশিদা