নওগাঁর সাপাহার উপজেলার নিশ্চিন্তপুর মোড়ে অভিযান চালিয়ে আগ্নেয় অস্ত্রসহ একরামূল হক (৫৫) ও মিনারা খাতুন (৩৮) নামে স্বামী-স্ত্রী দম্পতিকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১ টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃত দম্পতি সাপাহার উপজেলার সোনাডাঙ্গা গ্রামের বাসিন্দা।
সাপাহার থানার ওসি রেজাউল ইসলাম জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিন্তপুর মোড়ে অভিযান চালায় সাপাহার থানা পুলিশ। এ সময় তল্লাশী চালানো হলে একরামূল ও তার স্ত্রী মিনারা খাতুনের কাছে একটি বিদেশী পিস্তল চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন পাওয়া গেলে তাদের আটক করা হয়।
ওসি আরো জানান, আটককৃতরা পাশের ভারত থেকে চোরাই পথে সীমান্ত পেড়িয়ে দেশে অস্ত্র নিয়ে আসছিলো। দীর্ঘ দিন ধরে তারা আগ্নেয় অস্ত্রের ব্যবসা করার কথা পুলিশের কাছে প্রাথমিক জিঞ্জাসাবাদে স্বীকার করেছে।
এ বিষয়ে দুপুর সাড়ে ১২ টায় সাপাহার থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি রেজাউল ইসলাম।
বিডি-প্রতিদিন/ ০৩ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন