পূর্ব সুন্দরবনে বন্দুকযুদ্ধে নিহত বনদস্যু মনির খলিফার(২৫) লাশ মোরেলগঞ্জের উত্তরসরালীয়ায় গ্রামের বাড়িতে পৌঁছে দিয়েছে মংলা থানা পুলিশ।
লাশের পোষ্টমর্টেম শেষে আজ সকাল ৭টার দিকে মনিরের পিতা মহারাজ খলিফার কাছে লাশ বুঝিয়ে দেয় মংলা থানা পুলিশ।
রবিবার ভোরে পূর্ব সুন্দরবনের উরুবারিয়া খাল এলাকায় র্যাব-৮এর সাথে বন্দুকযুদ্ধে বাহিনী প্রধান মনির ও তার সহযোগী নুর মোহাম্মদ ওরফে ভোলা মামা নিহত হয়। গত ৬ এপ্রিল যৌথবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে বাহিনী প্রধান বেল্লাল ওরফে ফেরাউন বেল্লাল নিহত হলে তার প্রতিবেশী মোরেলগঞ্জের মনির খলিফা এই বাহিনীর হাল ধরে।
বিডি-প্রতিদিন/ ০৩ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন