সিরাজগঞ্জ বাজার ষ্টেশন সংলগ্ন রেলওয়ের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ ও সচল রেললাইনের ওপর দেয়াল নির্মাণের অভিযোগে মাসুদ (৪০) নামে এক ভূমিদস্যুকে গ্রেফতার করেছে পুলিশ। মাসুদ শহরের মাসুমপুর উত্তরপাড়া মহল্লার গোলাম মোস্তফার ছেলে। বৃহস্পতিবার সকালে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল আহম্মেদ জানান, সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন সংলগ্ন রেলওয়ের জায়গা দখল করে সচল রেললাইনের বামপাশে হোটেল ও ডানপাশে দইঘর নির্মান করে মাসুমপুর মহল্লার ভূমিদস্যু বাবু। রেলওয়ে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা সত্ত্বেও সম্প্রতি সচল লাইনটি জোরপূর্বক দখল করে মাঝ বরাবর দেয়াল নির্মাণ করে। বুধবার বিকেলে দেয়ালটি ভেঙে ফেলা হয়। পরে রাতে এ ঘটনায় সিরাজগঞ্জ রেলওয়ের উর্দ্ধতন উপ-সহকারী প্রকৌশলী (পিডব্লিউডি) আশরাফ উদ্দিন বাদী হয়ে হোটেল মালিক বাবু ও তার চাচাতো ভাই মাসুদের নামে থানায় মামলা করেন। বৃহস্পতিবার সকালে ষ্টেশন এলাকা থেকে মাসুদকে গ্রেফতার করা হয়। তবে হোটেল মালিক বাবু পলাতক রয়েছে। আটক মাসুদকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/০৩ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ