নেত্রকোনা শহরের সড়ক ভবনের সামনে মাইক্রোবাস চাপায় বৃহস্পতিবার দুপুরে নুসরাত জাহান বীথি (২৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি কেন্দুয়া উপজেলার কৃষ্ণরামপুর গ্রামের ইলিয়াস কাঞ্চনের মেয়ে।
নেত্রকোনা মডেল থানার ওসি মো. মাছুদুল আলম খান জানান, নেত্রকোনা থেকে ময়মনসিংহ যাওয়ার জন্য বীথি ইজিবাইকে চড়ে পারলা বাসষ্ট্যান্ড যাচ্ছিলেন। সড়ক ভবনের সামনে আসতেই হঠাৎ চলতি ইজিবাইক থেকে পড়ে যান তিনি। এসময় অপর দিক থেকে আসা দ্রুতগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ইজিবাইক ও মাইক্রোবাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালকদের পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/০৩ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ