মনোনয়ন পত্র দাখিলের শেষদিনে আজ বৃহস্পতিবার খাগড়াছড়ি ও মাটিরাঙ্গা পৌরসভায় মেয়র পদে ১১ জন, কাউন্সিলর পদে ৪৪জন ও সংরক্ষিত মহিলা আসনে ১৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। খাগড়াছড়ি পৌরসভায় মনোনয়ন দাখিলকৃত মেয়র প্রার্থীরা হলেন নাগরিক কমিটির স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র মো. রফিকুল আলম, বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, ইউপিডিএফ সমর্থিত অ্যাডভোকেট সমারী চাকমা, আওয়ামী লীগ প্রার্থী মো. শানে আলম, জাতীয় পার্টির মো. ইসহাক, স্বতন্ত্র প্রার্থী দীপায়ন চাকমা, কিরণ মারমা ও ধীমান খীসা।
উপজেলা নির্বাচনী কর্মকর্তা অজয় চক্রবর্তী জানান, মাটিরাঙ্গায় মেয়র পদে মনোনয়ন দাখিল করেছেন তিনজন, কাউন্সিলর পদে ৩৪জন ও সংরক্ষিত মহিলা আসনে ৭জন। এ উপজেলায় মনোনয়ন দাখিলকৃত মেয়র প্রার্থীরা হলেন, বিএনপির প্রার্থী বাদশাহ্ মিয়া, আওয়ামী লীগের প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান শামছুল হক ও ইসলামী ফ্রন্টের আলী আশরাফ।
খাগড়াছড়ির জেলা প্রসাশকের কার্যালয়ে রির্টানিং অফিসারের কাছে মনোনয়ন জমা দিচ্ছেন- নাগরিক কমিটির স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র মো. রফিকুল আলম।
বিডি-প্রতিদিন/০৩ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ