আসন্ন পৌরসভা নির্বাচনে বৃহষ্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ব্যাপক উৎসাহ ও উদ্দিপনায় মনোনয়নপত্র জমা দিয়েছেন রাঙামাটি পৌরসভায় মেয়র, সাধারণ ওয়ার্ড এবং সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর প্রার্থীরা। রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) ও রিটানিং অফিসার মো. মোস্তফা জামান প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেন।
মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আট জন প্রার্থী। মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন রাঙামাটি জেলা বিএনপির মনোনীত প্রার্থী বর্তমান মেয়র সাইফুল ইসলাম চৌধুরী (ভুট্টো), পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ডা. গঙ্গা মানিক চাকমা, রাঙামাটি জেলা আওয়ামী লীগ দলীয় মনোনিত প্রার্থী মো. আকবর হোসেন চৌধুরী, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ডা. শিবু প্রসাদ মিশ্র। তাছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন- সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান, আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক অমর কুমার দে, যুবলীগের কেন্দ্রীয় সদস্য মুজিবুর রহমান দিপু, জাতীয়তাবাদী শ্রমিকদলের সহ-সভাপতি ও বর্তমান কাউন্সিলর রবিউল আলম রবি।
জানা গেছে, রাঙামাটি জেলা বিএনপি বর্তমান মেয়র সাইফুল ইসলাম চৌধুরী (ভুট্টোকে) মেয়র প্রার্থী পদে মনোনয় দিয়েছে। তবে রাঙামাটি আওয়ামী লীগ থেকে মনোনয়পত্র জমা দিয়েছেন চারজন। এরমধ্যে রাঙামাটি জেলা আওয়ামী লীগ মেয়র প্রার্থী হিসেবে দলীয় সমর্থন দিয়েছে যুবলীগের সভাপতি মো. আকবর হোসেন চৌধুরীকে।
অন্যদিকে রাঙামাটি সদর পৌরসভার ৯ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৬জন এবং তিনটি সংরক্ষিত মহিলা আসনে ৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/০৩ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ