অতিরিক্ত মদপানে মারা গেছেন রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী বাবলু হোসেন (৪৮)। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুর আড়াইটায় তিনি মৃত্যুবরণ করেন।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে পড়লে মেয়র প্রার্থী বাবলু হোসেনকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
আড়ানী পৌরসভার কয়েকজন আওয়ামী লীগের নেতা জানান, বাবলু হোসেন নিয়মিত মদ্যপান করেন। সম্প্রতি তিনি মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাও নিয়েছেন। কিন্তু সেখান থেকে বের হওয়ার পরে তিনি আবার মদে আসক্ত হয়ে পড়েন।
মেয়র প্রার্থী বাবলুর স্ত্রী দিপালী বেগম বলেন, বুধবার রাতে তিনি খাবার খাননি। সকালে বাঘা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে মদপান করেন। খালি পেটে মদপান করার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন।
রামেক হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. গোলাম মোস্তফা জানান, বাবলু হোসেনকে রামেক হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে ভর্তি করা হয়। দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
প্রসঙ্গত, বাবলু হোসেন বাঘা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের শ্যালক।
বিডি-প্রতিদিন/০৩ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ