রাঙামাটিতে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির সন্ত্রাসী গ্রুপের নেতা, তার এক সহযোগী ও দুই কর্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করে ফের কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার সকালে রাঙামাটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রে কাজী মোহাম্মদ মোহসেন এ আদেশ দেন।
জানা গেছে, এদিন আদালতে আরাকান আর্মির নেতা ডা. রেনিন সোয়ে মারমা ও তাঁর সহযোগি অংনু ইয়ান রাখাইনসহ দুই কর্মচারী মং সু অং মারমাা ও জো সো অং মারমাকে হাজির করা হলে আসামিদের পক্ষে তিনটি মামলার জামিন আবেদন করা হয়। কিন্ত সরকার পক্ষ এ জামিন আবেদনের বিরোধিতা করলে আদালত তাদের জামিন আবেদন নাকচ করে দেন। একইসঙ্গে আগামী ২০ ডিসেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।
পরে আদালতের নির্দেশে অভিযুক্ত চার আসামিকে আবারও কড়া পুলিশের নিরাপত্তায় রাঙামাটি কারাগারে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, গত ২৬ আগস্ট রাতে রাজস্থলীর কলেজ পাড়া থেকে একটি বিলাশ বহুল পাকা ভবনে অভিযান চালিয়ে আরাকন আর্মির সদস্য অংনু ইয়ান রাখাইনকে এবং পরদিন তার বাড়ির কেয়ারটেকার জসু অং মারমা ও অং সু অং মারমাকে যৌথ বাহিনী আটক করে।
এ ঘটনার এক মাস পর ১৪ অক্টোবর বিজিবি ও পুলিশের পৃথক অভিযানে রাজস্থলীর ইসলাম পুর থেকে আটক করা হয় পালিয়ে থাকা আরাকান আর্মি নেতা ডা. রেনিন সুয়েকে। আটক চারজনের বিরুদ্ধে অনুপ্রবেশ, বিদেশী মুদ্রা পাচার ও সন্ত্রাস দমন আইনে পৃথক তিনটি মামলা দায়ের করে রাজস্থলী থানা পুলিশ।
বিডি-প্রতিদিন/০৩ ডিসেম্বর, ২০১৫/মাহবুব