বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনিরুল হক তালুকদার, বিএনপির আব্দুল মজিদ জব্বার, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মোকাম্মেল হোসেন ফকির ও স্বতন্ত্র প্রার্থী সোমনাথ দে বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এ সময় আওয়ামী লীগ প্রার্থীর সাথে দলের স্থানীয় কোন নেতা ছিলেন না।
এ ছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ ও সাধারণ কাউন্সিলর পদে ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে উপজেলা রিটার্নিং অফিসার মুহাম্মদ ওবায়দুর রহমান জানিয়েছেন।
আওয়ামী লীগের প্রার্থী মনিরুল হকের সাথে অনেক কর্মী সমর্থক থাকলেও উপজেলা আওয়ামী লীগের কোনো নেতা ছিলেন না। স্থানীয় এমপি, উপজেলা ও জেলা আওয়ামী লীগের পছন্দের প্রার্থীকে কেন্দ্রীয় বাছাই বোর্ড মনোনয়ন না দেওয়ায় স্থানীয় নেতারা দলীয় এ প্রার্থীর সাথে যাননি।
বিডি-প্রতিদিন/০৩ ডিসেম্বর, ২০১৫/মাহবুব