মেহেরপুর জেলার গাংনী পৌরসভা নির্বাচনে ৩ জন সতন্ত্র প্রার্থীসহ আওয়ামী লীগ ও বিএননপির একজন করে মোট ৫ জন মেয়র পদপ্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
গাংনী উপজেলা নির্বাচন অীফসের রিটানিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত মেহেরপুর জেলা নির্বাচন আফিসার রোকনুজ্জামানের কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন তারা।
মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীরা হলেন, গাংনী আওয়ামী লীগ সমার্থিত (নৌকা প্রতীক নিয়ে) গাংনী পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আহম্মেদ আলী, বিএনপি সমার্থিত(ধানের শিষ প্রতীক নিয়ে) জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইনসারুল হক ইন্সু।
সতন্ত্র প্রার্থী হলেন, গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আশরাফুল ইসলাম ও উপজেলা মহিলা যুবলীগের সভানেত্রী ও আশরাফুল ইসলামের স্ত্রী শাহানা ইসলাম শান্তি।
বিডি-প্রতিদিন/০৩ ডিসেম্বর, ২০১৫/মাহবুব