বান্দরবানের লামা পৌরসভায় আসন্ন পৌরসভা নির্বাচনে বৃহস্পতিবার ৪৫ মেয়র ও কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে মেয়র ৩ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১৩ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন।
লামা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মেয়র পদে মনোনয়ন জমা দেয় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জহিরুল ইসলাম, বিএনপি মনোনীত প্রার্থী আমির হোসেন ও জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী ফরিদ উদ্দিন।
লামা পৌরসভা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মো. শফিকুর রহমান মেয়র, সংরক্ষিত কাউন্সিলর এবং সাধারণ কাউন্সিলর পদে সর্বশেষ সর্বমোট ৪৫ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/০৩ ডিসেম্বর, ২০১৫/মাহবুব