ময়মনসিংহে ৯টি পৌরসভায় মেয়র পদে ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত স্ব স্ব উপজেলায় রির্টানিং কর্মকর্তার কাছে তারা মনোনয়নপত্র জমা দেন।
জানা গেছে, ময়মনসিংহের ৯টি পৌরসভায় মেয়র পদে স্ব স্ব উপজেলায় মনোনয়নপত্র জমা দেন। ফুলপুর পৌরসভায় মেয়র পদে ৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে আওয়ামী লীগ থেকে শশধর সেন ও বিদ্রোহী বর্তমান মেয়র শাহজাহান এবং বিএনপি থেকে আমিনুল হক মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গৌরীপুর পৌরসভায় মেয়র পদে ৫ জনের মধ্যে আওয়ামী লীগ থেকে সৈয়দ রফিকুল ইসলাম এবং বিদ্রোহী আবু কাউছার চৌধুরী রন্টি ও বর্তমান মেয়র শফিকুল ইসলাম হবি। বিএনপি থেকে একমাত্র সুজিত কুমার দাস মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মুক্তাগাছা পৌরসভায় মেয়র পদে ৬ জন মনোয়নপত্র জমা দিয়েছন । এদের মধ্যে আওয়ামী লীগ থেকে মেয়র পদে বর্তমান মেয়র আব্দুল হাই আকন্দ, বিএনপির শহিদুল ইসলাম শহিদ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দেবাশীষ ঘোষ বাপ্পী এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী মুর্শিদুজ্জামান খান সাইফুল মনোনয়ন পত্র দাখিল করেছেন।
ফুলবাড়ীয়ায় পৌরসভায় মেয়র পদে ৪ জনের মধ্যে আওয়ামী লীগ থেকে গোলাম কিবরিয়া ও বিএনপি থেকে ওমর ফারুক এবং বিদ্রোহী প্রার্থী চান মাহমুদ মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আর জাতীয় পার্টি থেকে জিয়াউর রহমান খান মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
ত্রিশাল পৌরসভায় মেয়র পদে ৮ জনের মধ্যে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জুয়েল সরকার, বিএনপি থেকে আমিন সরকার এবং আওয়ামীলীগ থেকে বিদ্রোহী রয়েছেন বর্তমান মেয়র আনিছুজ্জামান।
ঈশ্বরগঞ্জ পৌরসভায় মেয়র পদে ৬ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগ থেকে হাবিবুর রহমান বিদ্রোহী আবুল খায়ের। বিএনপি থেকে ফিরোজ আহমেদ বুলু ও বিদ্রোহী শামসুল ইসলাম বকুল।
নান্দাইল পৌরসভায় মেয়র পদে ৭ জন মনোয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে আওয়ামী লীগ থেকে মেয়র পদে রফিক উদ্দিন ভুইয়া, আজিজুল ইসলাম এবং আওয়ামীলীগ থেকে বিদ্রোহী প্রার্থী আব্দুস সাত্তার উজ্জ্বল।
গফরগাও পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ থেকে ইকবাল হাসান সুমন এবং বিএনপি থেকে আব্দুল্লাহ আল মামুন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
ভালুকা থেকে মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন ৪ জন। আওয়ামী লীগ থেকে মেজবাহ উদ্দিন কাইয়ূম এবং বিএনপি থেকে হাতেম আলী খান ও বিদ্র্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন মফিজ উদ্দিন সরকার ও উমর ফারুক মাস্টার।
বিডি-প্রতিদিন/০৩ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ