ভোলা জেলার দৌলতখানে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হলেও তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে দুর্ঘটনা কবলিত ওই বাসটি চরফ্যাশন থেকে বাসটি ভোলার উদ্দেশে রওনা হয়। কিন্তু দৌলতখান উপজেলার বাংলাবাজার এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডোবায় পড়ে যায়। এতে ওই বাসের ২০ যাত্রী আহত হন। এরপর আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দুর্ঘটনাস্থলে পৌঁছেছে।’
বিডি-প্রতিদিন/২০ ডিসেম্বর, ২০১৫/মাহবুব