সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে কিশোরগঞ্জে বাস ধর্মঘট ডেকেছেন জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। স্থানীয় এক সন্ত্রাসী পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে তালা দেওয়ায় আজ এ ধর্মঘট আহ্বান করা হয়েছে।
বাস ধর্মঘটের ফলে কিশোরগঞ্জ থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এর ফলে যাত্রী সাধারণকে পড়তে হয়েছে চরম দুর্ভোগে।
পরিবহন মালিক নেতারা জানান, স্থানীয় এক সন্ত্রাসী শনিবার রাতে পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে তালা লাগিয়ে দেয়। ঘটনার পর আজ রবিবার মালিক ও শ্রমিক ইউনিয়ন নেতারা বৈঠকে বসে ধর্মঘটের ঘোষণা দেন।
আগামী ২৪ ঘন্টার মধ্যে ওই সন্ত্রাসীকে গ্রেফতার করা না হলে পরবর্তীতে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হবে বলে নেতবৃন্দ জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/২০ ডিসেম্বর ২০১৫/শরীফ