পিরোজপুরের নাজিরপুরে নিকটাত্মীয়দের হামলায় আহত মাদ্রাসা ছাত্র মো. সোহেল মোল্লা মারা গেছে। চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে মারা যায় সোহেল। এ ঘটনায় পুলিশ রবিবার সোহেলের খালা ফরিদা বেগমকে গ্রেফতার করেছে।
জানা যায়, উপজেলার বুইচাকাঠী গ্রামের বাসিন্দা বেল্লাল মোল্লার ছেলে সোহেল গত ৭ ডিসেম্বর তার মামাবাড়ি উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের জয়পুর গ্রামে বেড়াতে যায়। সেখানে তার মামা কাক্কা মোল্লার সাথে খালু হাবিব শেখের ঝগড়ার হয়। এক পর্যায় খালু ও খালা মিলে মামাকে মারধর শুরু করলে সোহেল বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে খালা, খালু ও খালাতো ভাই সহ ৭/৮ জন সোহেলকে মারধর করে। এতে সোহেল গুরুতর আহত হলে তাকে চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। সেখানে রবিবার মারা যায় সোহেল।
এ ঘটনায় সোহেলের পিতা মো. বেল্লাল মোল্লা বাদী হয়ে খালু হাবিব শেখ সহ ৮ জনকে আসামি করে রবিবার থানায় মামলা দায়ের করলে পুলিশ ফরিদা বেগমকে (৫৫) গ্রেফতার করেছে। নাজিরপুর থানার ওসি নাসির উদ্দিন মল্লিক জানান, থানায় মামলার প্রেক্ষিতে পুলিশ একজনকে আটক করেছে।
বিডি-প্রতিদিন/২০ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ