ঢাকার সদরঘাট থেকে চাদঁপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা 'তাকওয়া' নামের যাত্রীবাহী লঞ্চ থেকে থেকে ধলেশ্বরী নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন বাংলাদেশ প্রতিদিন, ইনডিপেনডেন্ট টেলিভিশন ও ডেইলি ইনডিপেনডেন্ট এর ঢাকা মেডিকেল কলেজ প্রতিনিধি সজিব। রবিবার বেলা ১২টার দিকে মোবাইল ও আইডি কার্ড রেখে সজিব নদীতে পড়ে নিখোঁজ হয়।
নিখোঁজ সাংবাদিক সজিব লঞ্চ থেকে ঝাপ দিয়ে ধলেশ্বরী নদীতে পড়েছে না তাকে হত্যার উদ্দেশ্যে কোন চক্র ফেলে দিয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছে স্বজনরা।
এদিকে সজিবের নিখোঁজ হওয়ার খবর পেয়ে ঢাকা থেকে মুন্সীগঞ্জের মুক্তারপুরে ছুটে এসেছেন নিখোঁজ সাংবাদিক সজিবের ভাই রাজনসহ পরিবারের সদস্যরা। তারা মুক্তারপুর নৌ ফাড়িঁর পুলিশের সঙ্গে যোগাযোগ করে সজিবের কোন সন্ধান পায়নি।
নিখোঁজ সাংবাদিক সজিবের সন্ধানে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরিদল মুক্তারপুর নৌ ফাড়িঁতে অবস্থান করছে। ধলেশ্বরী নদীর কোন স্থানে লঞ্চ থেকে পড়েছে সে স্থান সনাক্ত না হওয়ায় বিকেল ৫টা পর্যন্ত ডুবুরিদল তাদের সন্ধান কাজ শুরু করতে পারেনি বলে জানিয়েছেন মুক্তারপুর নৌ ফাড়িঁর এস আই মো. ইউনুছ।
বিডি-প্রতিদিন/২০ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ