কুমিল্লা সীমান্তে ক্যামেরুনের এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। কুমিল্লারা সদর উপজেলার কেরানীনগর এলাকা থেকে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয়।
আটক ক্যামেরুনের নাগরিকের নাম নিকলী সিমড মেইক (৩৭)। আটককৃত বিদেশী নাগরিককে কুমিল্লাা কোতয়ালী মডেল থানায় হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি ১০ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মোহাম্মদ আতাউল্লাহ জামী জানান, অবৈধ প্রবেশের দায়ে তাকে আটক করা হয়। তার নিকট পাসপোর্ট ও বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি। তবে তার নিকট ৫শ' ইউএস ডলার ও ২৪ ভারতীয় রুপি পাওয়া গেছে।
উল্লেখ্য, ২০ নভেম্বর একই স্থান থেকে আফ্রিকান চার নাগরিককে আটক করেছিল বিজিবি।
বিডি-প্রতিদিন/ ২১ ডিসেম্বর, ২০১৫/ রশিদা