কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাজারে ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার বেলা ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। গৌরীপুর বাজারের খান মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, টিন শেড মার্কেটের আল-আমিনের তৈরি পোশাকের দোকানে সকাল সাড়ে ৭টার দিকে প্রথমে আগুন লাগে।বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কুমিল্লা, হোমনা, চান্দিনা ও দাউদকান্দির ৪টি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মার্কেটের মালিক সেলিম খান ক্ষতির পরিমাণ ৩ কোটি টাকা বলে দাবি করেছেন।
ফায়ার সার্ভিস কুমিল্লার উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় কেউ আহত হয়নি। ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।
বিডি-প্রতিদিন/ ২১ ডিসেম্বর, ২০১৫/ রশিদা