যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে দেশ আপাতত কলঙ্কমুক্ত হলেও রাজাকারমুক্ত হয়নি। ২০২১ সালের মধ্যে দেশকে রাজাকারমুক্ত করা হবে। জামায়াত, শিবির ও তাদের দোসরদের কোনো অস্তিত্ব এ দেশে রাখা হবে না। কথাগুলো বলেছেন বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আসাদুল হক আসাদ। বিজয় দিবস উপলক্ষ্যে আজ সোমবার মোরেলগঞ্জ যুবলীগ আয়োজিত এক যুব সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আমিরুল আলম মিলন, যুবলীগের সাবেক সভাপতি মেয়র প্রার্থী এ্যাড. নিরুল হক তালুকদার, ডা. মোসলেম উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক মিজানুর রহমান জনি ও কেন্দ্রীয় যুবলীগ নেতা ওয়ালিউর রহমান সিকদার।
সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগ সভাপতি মুশফেকুর রহমান নাহার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এমদাদুল হক, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল হালিম জমাদ্দার, যুবলীগ সাধারণ সম্পাদক এনামুল হক রিপন, ছাত্রলীগ সভাপতি ওবায়দুর রহমান টিটু, চেয়ারম্যান মাহমুদ আলী, আবু ফয়েজ নিশাত, আব্দুর রাজ্জাক, যুবলীগ নেতা মোজাম্মেল হক মোজাম, রাসেল হাওলাদার ও শ্রমিকলীগ নেতা আলমগীর হোসেন বাদশা।
বিডি-প্রতিদিন/২১ ডিসেম্বর ২০১৫/শরীফ